নির্ভেজাল  মন  চাই


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ / ৩৭৩
নির্ভেজাল  মন  চাই
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
সুন্দর একটি মন চাই
যে মনে ছলনা নাই ,
মনের মতো কাউকে পেলে
এ হৃদয়ে দেবো ঠাই ।
ভালবাসতে চাইনা আমি
ছলনাময়ী কন্যাকে ,
ছলনার ফাদে ফেলে যারা
নষ্ট করে মনটাকে ।
প্রেমের কোনো বয়স নাই
গুণী জ্ঞানী বলে তাই ,
ভালো মনের একটি সাথী
অবশ্যই আমি চাই ।
অর্থের লোভে প্রেম করিলে
জীবনে ঠকিতে হয় ,
মনের সাথে মন মিলিলে
সর্বখানে হবে জয় ।
ছলনাময়ী কন্যাদেরকে
পছন্দ করিনা মোটে ,
তাদের সাথে প্রেমে জড়ালে
কপালে দুঃখ জোটে ।
ভেজাল মনের কাউকেই
আমি ভালবাসবোনা ,
যতই তারা সুন্দরী হোক
তাতে আমি ফাঁসবো না ।
ভালো একটি মনের খোঁজে
হয়ে গেছি  দিশেহারা  ,
আমার আশা পূরণ করে
কে আমাকে দেবে সারা ?
খাঁটি মনের প্রেমিক আমি
এই বিশ্ব চরাচরে  ,
চাইনা কোনো আঘাত পেতে
ছলনার প্রেমে পড়ে ।
সুন্দর একটি মন পেলে
সাথী করে বুকে নেবো ,
বিশুদ্ধ প্রেম দেবে যেজন
তাকে আমি মন দেবো ।
ভালবাসার বিনিময়েই
শুধু ভালবাসা চাই ,
সুন্দর একটি মন হলে
আর কোনো দাবী নাই ।
দুশ্চরিত্র হলে তাদেরকে
হৃদয়ে দেবোনা ঠাঁই ,
মনের সাথে মন মিলাতে
নির্ভেজাল মন চাই ।