হৃদয়ের স্পন্দন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ / ৪১৬
হৃদয়ের স্পন্দন

হান্নান মিয়া

ভরসার সেই মুখ,
মুছে গেলো,বরষার কালো মেঘে
নীলাঞ্জনার সেই হাসি,
অবেলায় হারিয়ে গেছে,
কোন এক কালবৈশাখীতে।
আমি অজান্তেই মুছে ফেলি সকল দুরাশা,
আমি ঝড়-ঝঞ্ঝা নই, আমি শক্তি,
আমি নিমিষেই উৎখাত করি সকল হতাশা,
আমি সকলের তরে .. স্বাধীনকামী মুক্তি।
ভারাক্রান্ত মনের জানালা গুলো বন্ধ,
হতাশায় নিমজ্জিত গৃহখানি,
হৃদয়ে তপ্ত মরুর স্পন্দন,
সময় বলে, এখানে সুখ নেই, সুখ নেই,
অন্য কোথাও,,,,,
বড় রহস্যে আবৃত তুমি!
কোথা থেকে আসো,কোথায় লুকাও?
কত হরেক রকম কারুকাজ তোমার!
আমি অবাক বিষ্ময়ে ভাবি,
এত বড় খেলোয়াড় তুমি !
অথচ, এত ছোট নাম তোমার, মৃত্যু !!