১৫ই আগস্টের রক্তের প্রশ্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ / ৩৩৯
১৫ই আগস্টের রক্তের প্রশ্ন
মো ঃ মামুন মোল্যা
নক্ত ছিল নিস্তব্ধ,
মুজিব সহ পুর পরিবার ছিল নিদ্রায়।
নিশিরাতে বাংলার গগনে নেশার মেঘে ঘনঘটা;
ভোর রাতে যে ঝড় উঠিবে কে জানিতো আগে ?
এলো মেলো দমকা হাওয়ায় মুজিব উঠিল জেগে,
কে রে তোরা উচ্চ সরে ডাকছির মুজিব বলে ?
 বজ্রধ্বনিতে শিলা বৃষ্টির মত একটি একটি করে,
 সতেরো টি বুলেট আঘাত হানিল জনকের দেহে,
ক্ষত-বিক্ষত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে রইল,
নিথর দেহ ৩২ নম্বর ভবনের শিড়িতে।
তার পর একটি একটি করে পুর পরিবার,
শত্রুর বুলেটের আঘাতে লুটিয়ে পড়ে একই বাড়িতে ।
সে দিন রক্তের বন্যা ছুটে চলেছে জনতার মিছিলে;
কিন্তু সে দিন শহীদের রক্ত বসন্তের বাঙালি পায়নি কাছে;
আসেনি দেহে রক্ত মাখাতে কিংবা বিদ্রোহ করতে;
আসেনি তারা দেহ থেকে রক্ত সরাতে কিংবা দাফনে।
বীরের রক্ত বিলাপ করে বলে হাইরে বাঙালি!
শত কষ্টে স্বাধীন বাংলা এনে দিলাম জীবন নিবে বলে ?