নিষিদ্ধ রাতের পরে


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ২:২৬ অপরাহ্ণ / ৫৮৯
নিষিদ্ধ রাতের পরে
সুব্রত শুভ 
নীরবে নিভৃতে নিশ্চুপ কেটে গেল ভয়ার্ত ক্ষুধার্ত রাত,
রাত পোহালে ই প্রভাত হবার কথা থাকে জানি!
তবুও থাক না হয় এই সব কথা আজ!
আজ না হয় কাজের কথা দিয়ে সাজাবো রজনী।
রাত পোহালে ই প্রভাত হবার কথা থাকে……
আমারও এই জন্মের  কথা ছিলো কাউকে একাকী আমার এই অমরত্বের সুধা শোনাবো,
আমিও ওই রাত না এলে সকালের হাওয়ায় ফুল হয়ে ফুটতে পারতাম,
হয়তো তুমিও পারতে তোমার ওই শকুন জন্ম কে হত্যা করে নতুন করে প্রজাপতি জন্ম নিয়ে “প্রশান্ত ” জন্মাতে!
অথচ ওই রাত তোমাকেও জন্মাতে দিলো না মনের মত করে,
আর আমাকেও না দিলো নিরবধি নীর!
সলিল সমাধি হলো তোমার ও আমার,
আসলে রাত পোহালে ই সব রাত প্রভাত হয় না!