মানবিকতা


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ / ৩৬৫
মানবিকতা
নীতা কবি মুখার্জী
আদম ও ইভের পূণ‍্য মিলনে এসেছে মানুষ, ভাই
মান আর হুঁশ আছে যে জনের সেই তো মানুষ হয়।
মনুষ্যত্ব দেয় মূল্যবোধের অনুভব, তার আজ বড়োই অভাব
স্বার্থ চিন্তা গ্ৰাস করেছে সব, বদলেছে মানুষের স্বভাব।
মূল্যবোধহীন মানুষকে কি মানুষ বলে কখনো?
সূর্য-চন্দ্রের মতো শাশ্বত কিছু মূল্যবোধ বেঁচে আছে এখনো।
সংকীর্ণতা, কুটিলতা বিষাক্ত করেছে সমাজ
যুব-সমাজ সব এগিয়ে এসো, কলুষমুক্ত করো আজ
ভালো মন্দের সংমিশ্রনে ভরা এই পৃথিবীর মাটি
যদিও সকলে দেয়নি বিদায়, আছে জেনো কিছু খাঁটি।
এখনো ওঠে সূর্য-চন্দ্র, মিঠে সমীরণ বয়
মিথ্যার জয় সাময়িক, শেষে সত্যেরই জয় হয়।
মানুষ হয়ে এসেছো এখানে, কিছু কর্তব্য করো তুমি
তোমার দেখেই শিখবে অন‍্যে, ধন‍্য হবে জন্মভূমি।
আপনারে নিয়ে বিব্রত থাকা, সে তো কাপুরুষের কাজ
অসহায় কত অনাথ শিশু পথে পড়ে আছে আজ।
আত্মীয়-স্বজন ,বন্ধুবান্ধব সকলের ভরসা হয়ো
পূর্ণ করতে না পারলেও এক কণা তারে দিয়ো।
অপরের পাশে অপরের সাথে মিশে যেতে পারাই ভালো
আমিত্ব আর স্বার্থপরতা ডেকে আনে আঁধার  কালো
দুখের দুখী, দুঃখীদরদী, হয়েই বাঁচতে চাই
নিজেকে নিয়েই ব‍্যস্ত ত্থাকতে আসি নাই দুনিয়ায়।
স্নেহ, প্রেম আর মানবতা দিয়ে ছিলো এ পৃথিবী ভরা
মানবতা! সে তো কবেই মরেছে, পাপী এ বসুন্ধরা।
স্বার্থান্বেষী ,অর্থলোলুপ হয়েছে যে কাণ্ডারী
বিশ্বজননী কাঁদছে আজকে ,ঝরছে অশ্রুবারি
লোভের আগুনে জ্বলে পুড়ে গেলো মানবের মানবতা
শ্রেষ্ঠ জীবের সব গুন গেলো, এলো স্বার্থপরতা।
পাশের বাড়ীর ছেলেটি খেয়েছে? বৃদ্ধ কি আছে একা?
তার জন্য কিছু করার ছিলো কি? হয়েছে কি সেটা দেখা?
রেষারেষি আর ধর্মান্ধতা মোটেই ধর্ম নয়
সভ‍্য মানুষের সহমর্মিতায় মূল্যবোধ জয়ী হয়।