বোদা বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের আর্থিক সহায়তা প্রদান


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ / ১৭৯
বোদা বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের আর্থিক  সহায়তা প্রদান
মাজহারুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের বোদা বাজারে  সম্প্রতি  অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে সার্ভিসিং টেবিল, টুলস সহ নগদ অর্থ-প্রদান প্রদান করেছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন।
গতকাল ৬ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলা সদরের বোদা বাজার চৌধুরী মার্কেটে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান এর পরিচালনায় এবং  পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে  এসব যন্ত্রাংশ ও নগত অর্থ প্রদান করা হয় । বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ানের  কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটি মহাসচিব হাজবুল আলম জুলিয়েট, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন  বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক  দপ্তর সম্পাদক আনোয়ার, সহ দপ্তর সম্পাদক আশিক ইসলাম, বোদা উপজেলা  সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও ঠাকুরগাঁও সদর থানা কমিটি সভাপতি অবির হোসেন রুবেল, আটোয়ারী উপজেলা কমিটির  সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
   অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত  ১৪ জনের মধ্যে  ৫ জন টেকনিশিয়ান আলামিন,  ওমর ফারুক, শাহীন, আব্দুল্লাহ এবং সুমনকে সার্ভিসিং টেবিল, টুলস  যন্ত্রপাতি দেওয়া হয় এবং  বাকি ৯ জন আনসারুন, পিয়াল, শাহিনুর,সোবাহান, আয়ুব, মাল্টিমিডিয়া ফারুক, রানা, রাসেল এবং মামুনকে নগদ অর্থ বিতরণ করা হয় তাঁরা যেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা  নতুন ভাবে ব্যাবসা পরিচালনা করে ঘুরে দাড়াতে পারে।