দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ / ৩১
দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ,পঞ্চগড়, প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারী বুধবার রাত ১২টা ১ মিনিটে দেবীগঞ্জ- উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম,

এ সময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ- বোদা থানার সহকারী পুলিশ সুপার রুনা লায়লা ও দেবীগঞ্জ- থানা অফিসার ইনচার্জ সরকার ইকতেখারুল মোকাদ্দেম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ,, দেবীগঞ্জ-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ চৌধুরী জর্জ, আবু বক্কর সিদ্দিক আবু দেবীগঞ্জ-পৌর মেয়র, আব্দুল মালেক চিশতী চেয়ারম্যান দেবীগঞ্জ-উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় কমান্ডার দেবীগঞ্জ-উপজেলা শাখা, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু, চেয়ারম্যান ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়ন পরিষদ প্রমূখ,,

এছাড়া ও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ-উপজেলার সকল চেয়ারম্যান ,কাউন্সিলর , ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখার প্রতিযোগীতা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।