কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। 


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ / ৮১
কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
মোঃ জিহাদুল ইসলাম, খুলনা ব্যুরো
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ বিভাগের উদ্যোগে দিবসটি যথাযথ ভাবে পালন করতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
কালিয়া উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজির সঞ্চালনায় ও নির্বাহী অফিসার রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-১ এর সংসদ সদস্য  বিএম কবিরুল হক মুক্তি এমপির সহধর্মীনি মিসেস চন্দনা হক ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ,  মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, কালিয়া থানার ওছি তদন্ত রতনুজ্জামান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার  আব্দুল হান্নান, উপজেলা প্রশাসনে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহী প্রমুখ। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।