সেই দিন কবে হবে
প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ /
৭৯

মানুষ দাস
সে সকাল কবে হবে জানি না!
পাখি ডাকা খুব ভোরে ঘুম ভাঙবে আমার,
তারপর আরম্ভ এক কর্ম মুখর দিন!
কর্ম আর কর্ম…..
অবসরে ক্লান্তি….
সারাদিন সংসার….
তারপর অপরুপা রাত আর মনোরম চাঁদ!
আবারও সকাল সকাল ঘুম…!
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :