ArabicBengaliEnglishHindi

সৃজিত ভাবনা 


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ / ৮০
সৃজিত ভাবনা 
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
কাব্য লেখি কৌতূহলে
সৃজিত শব্দ আনি,
মনের আভা উষার আলো
উপন্যাসের বাণী।
আমি বর্ণ খুঁজি, বর্ণ
খুঁজে কাব্য গড়ে,
বর্ণমালা স্বজন প্রীতি,
মায়ায় নেব জরে।
কলম খুঁজে গীতি ফুলে
মধুর শব্দমালা,
নদীর ধারে কবি বসে
মিটায় মনের জ্বালা
আমি অদম শব্দ চাষি
চষি বর্ণ বাসে,
নীল আকাশ রাতের তারা,
চাঁদের বুড়ি হাসে।
তবু খুঁজি নীলাজ চোখে
 ভ্রমরের ঐ গানে,
সকাল বেলা পাখি ডাকে
কুহু কুহু তানে।
খুঁজি শস্য ভরা মাঠে
সবুজের সমারোহে,
পাহাড়ের’ই  ঝর্ণাধারা
নদী হয়ে বহে।
খুঁজি শ্রমিকের ঘাম,
অশ্রু ভরা চোখে,
হৃদয় কম্পিত হয় যেনো
কষ্টের জীবন দেখে।
বর্ণমালা শব্দ চয়ন,
সৃজিত হৃদয় বাঁকে,
কল্পনাতে ছড়া ছন্দ
স্বপ্ন ভরা থাকে।
কবির ভাবনা স্মৃতি ভরা
রাত নিশিতে জাগে,
মধুর শব্দে ছন্দে লেখা
কাব্য ফুলের বাগে।
%d bloggers like this: