মহররমের দশ তারিখে


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২২, ৮:৫৪ পূর্বাহ্ণ / ৩৭৬
মহররমের দশ তারিখে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
মহররম মাসের দশ তারিখ ধরা করে সৃষ্টি,
আকাশ হতে অঝর ধারায় নামায় প্রভু বৃষ্টি।
প্রথম মানব আদম নবী সৃজন করে প্রভু,
গন্ধম খাওয়ার অপরাধে ফেলেন ধরায় প্রভু।
আদম নবীর ভূলের ক্ষমা করেন একই দিনে,
নূহ নবী তুফান হতে বাঁচেন দশের গুনে।
বাদশাহ করেন সোলায়মানে দশ মহররম মতে,
বাঁচান আয়ুব ইব্রাহীম নবীক কুষ্ঠ অগ্নি হতে।
তুর পাহাড়ে মুসার সাথে কথা বলেন রবে,
ফেরাউনরা’তো নীল নদে ডুবে মরেন সবে।
ইসা নবীক উঠান প্রভু ঊর্ধ লোকের ঘরে,
এজিদ হোসেন হত্যা করে কারবালার প্রান্তরে।
আরো অনেক ঘটন আছে হয়নি বলা সবে,
যে তারিখে ধরা সৃজন সেদিন ধ্বংস হবে।