মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ আপনাদের আর্থীক সাহায্যের মাধ্যমে শিশু শিক্ষার্থী ফারহান বর্ষাকে চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব।
ফারহান বর্ষা বয়স ৯ বছর।সে ঠাকুরগাঁও জেলার তৃতীয় শ্রেনী ছাত্র। সে দীর্ঘদিন দরে লিভার আক্রান্তে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রোগ বিষেজ্ঞ চিকিৎসকগণ ফারহান বর্ষের লিভার প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে চিকিৎসা করার পরামর্শ দেন । এর পর গরীব পিতা দেলোয়ার হোসেন ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভর্তী করান।
সেখানকার চিকিৎসকগণ অন্য লিভার প্রতিস্থাপনের জন্য ভারতীয় ৪০ লাখ রূপি খরচ লাগবে বলে ডাক্তারগন জানিয়েছেন।গরীব পিতা দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পৌর শহরে সরকার পাড়া গ্রামে ৪ নং ওয়াডে ৩ শতক জমির মধ্যে তাঁর বাড়ী। সে মটর শ্রমিক ইউনিয়নের একজন সদস্য ও টিকিট কাউন্টারে কাজ করেন।সন্তানের চিকিৎসায় ইতিমধ্যেই তাঁর ৫ লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছে।আবার সন্তানের চিকিৎসায় ৪০ লাখ রূপি কোথায় পাবেন এই নিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। তরুন মেধাবী শিক্ষার্থী প্রাণে বাঁচার জন্য দেশ বিদেশে বিত্তবান ও কোন হৃদয়বান ব্যাক্তির কাছে এই মাসুম শিশুটি চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।তাঁর শিশু পুত্র ফারহান বর্ষা এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য সবার কাছে করুন আকুতি করেছেন।
কোন হৃদয়বান ও দানশীল ব্যাক্তি যথাসাধ্য মতে নিম্ন একাউন্ড ও বিকাশ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিকাশ নাম্বার-বাপ্পা-01301863262
মাজেদা বেগম, ডাচবাংলা ব্যাংক
একাউন্ট নাম্বার-263.151.114379
আপনার মতামত লিখুন :