তুমি


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৫:৩২ অপরাহ্ণ / ২৮১
তুমি

আফরিনা পারভীন

তুমি শান্ত স্নিগ্ধ সুন্দর

তোমা কোমল অঙ্গ শুভ্র অন্তর।

মায়া জড়ানো পলকে-

পলকে ও আঁখিতে,

সর্বাঙ্গ যেন-

মমতায় ভরা।

মালিকের যেন তুমি

নিজ হাতে গড়া।

ঘুরেছি এ দেশ

দেখা হয়েছে শেষ

নিষ্ঠুর পাষানের দল,

কা’রে তো পাইনি

দেখতে কখনো

তোমার মতন সরল!

তবে কি তুমি একা সে মানব

একা তুমি মহিয়ান?

ধরণীর বুকে সর্ব উচ্চে

রয়েছে তোমার স্থান।

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর