রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৩৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ / ২১৫
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৩৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।

ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মোজাম্মেল হক এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালি থানাধীন লালবাগ রেলগেট সংলগ্ন রংপুর শাপলা চত্ত¡র হইতে পার্কের মোড় গামী চলাচলের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ঃ ০১। মোঃ রবিউল ইসলাম @ রহিম (২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- পারঘাট (বান্দের কুড়া), থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।