কাশিমপুর মডেল প্রেসক্লাব সদস্যদের অগ্রণী ভুমিকায় এক পাষান্ড শিক্ষক গ্রেফতার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ / ৪৮
কাশিমপুর মডেল প্রেসক্লাব সদস্যদের অগ্রণী ভুমিকায় এক পাষান্ড শিক্ষক গ্রেফতার

বিল্লাল হোসেন সাজু , স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুরে সিহাব উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় সহকারী শিক্ষক শামীম হোসেনকে আটক করেছেন কাশিমপুর থানা পুলিশ।

শিক্ষার্থী নির্যাতনের খবর পেয়ে কাশিমপুর মডেল প্রেসক্লাব এর সংবাদকর্মীরা রবিবার(১৭ সেপ্টেম্বর)দুপুর ২:৩০ ঘটিকায় কাশিমপুর ২নং ওয়ার্ডের লোহাকৈর দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে তথা ঘটনাস্থল পরিদর্শন করেন,মডেল প্রেসক্লাব এর সদস্যারা নির্যাতনের ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানা পুলিশ কে অবিহিত করলে, কাশিমপুর থানা পুলিশ মাদ্রাসা কক্ষ থেকে পাষান্ড শিক্ষক শামীম কে গ্রেফতার করেছেন।

গত শুক্রবার(১৫ সেপ্টেম্বর)রাত ১০:৩০ সময়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসা নূরানী বিভাগের আবাসিক ছাত্র সিহাব উদ্দিনকে,মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম হোসেন তার বাবা মাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন,শিশু শিক্ষার্থী সিহাব শিক্ষকের গালিগালাজ এর প্রতিবাদ করায়,শিক্ষক ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থী শিহাব উদ্দীন এর গলা চেপে ধরে মাথার উপর উঠিয়ে রুমের ফ্লোরে আছাড় মারতে থাকে,অমানবিক নির্যাতনে সিহাব মর্মান্তিক অসুস্থ হলে  তাকে দ্রুততম চিকিৎসার জন্য, অন্যাঅন্য শিক্ষকের সহযোগীতায় শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে শিক্ষার্থী সিহাব মর্মান্তিক অসুস্থ অবস্থায় উক্ত হাসপাতালের FSW ওয়ার্ডের চিকিৎসাধীন আছে।

মাদ্রসার বিরুদ্ধে তদন্ত পর্যবেক্ষণ পূর্বক জানাজায় অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জেনারেল লাইনে মাত্র ৮ ম শ্রেনী পাশ,,বিষয়টি অত্যান্ত পরিতাপের কাশিমপুর থানা এলাকায় সম্পূর্ণ বাটপারি করে এ মাদ্রাসাটি চালিয়ে যাচ্ছেন,তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা মামলা করার হুমকি দিচ্ছেন,,এদের খুঁটির জোর কোথায়,এদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও এরা গ্রেফতার হয়নি,তবে গণমাধ্যম এর কঠোর ভূমিকায় গ্রেফতার করেছেন থানা পুলিশ,,এ মাদ্রাসার পরিচালনা পর্ষদ বিরুদ্ধে আইনুনগ ব্যবস্থা গ্রহন করে মাদ্রসা টি বন্ধ করতে এলাকাবাসী ও সুধীসমাজের  আহবান,বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখভাল করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী শিক্ষার্থী অভিভাবক ও সুধী সমাজ।

উক্ত ঘটনার বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,হত্যার চেষ্টার অভিযোগের ভিত্তিতে অত্র মাদ্রাসা সহকারী শিক্ষক শামীম হোসেনকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আহত শিক্ষার্থীর চাচা.আমান উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন,, মামলাটি আমলে নিয়ে পাষান্ড শিক্ষক কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।