বোদায় দুই দিন ব্যাপি মৎস্য প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ / ৪৩৪
বোদায় দুই দিন ব্যাপি মৎস্য প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান
মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা  উপজেলা পরিষদের আয়োজনে দু দিন ব্যাপি আধুনিক পদ্ধতিতে  কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক  প্রশিক্ষণে ২৫ জন মৎস্য চাষীদের বোদা উপজেলা হলরুমে  প্রশিক্ষণ দেয়া হয়।গত ৪ জুলাই এই প্রশিক্ষণটির  সমাপনি অনুষ্ঠান শেষ করেছে। জাপান ভিত্তিক (জাইকা) এবং বোদা উপজেলার আয়োজনে  উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর সহযোগিতায় এই অনুষ্ঠানেটি পরিচালনা করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ফারুক আলম টবি চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা,বিশেষ অতিথী মোঃ মখলেছুর রহমান জিল্লু ভাইস চেয়ারম্যান বোদা উপজেলা পরিষদ।অন্যান্যদের মধ্যে উস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ইমরান  উপজেলা মৎস্য কর্মকর্তা। তোয়াবুর  রহমান ট্রেইনার মৎস অফিস, জাইকার ইউডি এরশাদুল ইসলাম প্রমুখ। এই প্রশিক্ষণে বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।