কাঁচাবাজার, দোকান, বিপণিবিতান কাল থেকে রাত ৮টার পর বন্ধ থাকবে


প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ৩:২৪ অপরাহ্ণ / ৪৮৮
কাঁচাবাজার, দোকান, বিপণিবিতান কাল থেকে রাত ৮টার পর বন্ধ থাকবে

তবে বেশ কিছু সেবা খাতকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। যেমন রেলস্টেশন, বিমানবন্দর, পরিবহন সার্ভিস টার্মিনাল, হাসপাতাল, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের প্রয়োজনীয় সামগ্রীর দোকান, ওষুধ ও অপারেশন সরঞ্জাম বিক্রির দোকান, নাপিত ও কেশ প্রসাধনীর দোকান, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, সিনেমা, থিয়েটার, খুচরা পেট্রল বিক্রির দোকান, যেকোনো ময়লানিষ্কাশন বা স্বাস্থ্যব্যবস্থা কার্যক্রম এই নির্দেশনার বাইরে থাকবে।

তবে বাসার গলির মুদির দোকান খোলা থাকবে কি না, সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে শ্রম প্রতিমন্ত্রী ও সচিব কেউই এর কোনো পরিষ্কার জবাব দিতে পারেননি।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত কোরবানির ঈদের আগের সময়। তাই এই সময়ে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যায় কি না, তা বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এর উত্তরে প্রতিমন্ত্রী জানান, আজকের (গতকালের) এই বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হবে। সেখানে এই দাবিও অন্তর্ভুক্ত করা হবে।