প্রশ্নবিদ্ধ  প্রেম


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ / ১৩৮
প্রশ্নবিদ্ধ  প্রেম
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
কেন কাছে এসেছিলে
কেন ভালবেসেছিলে
চলেই যাবে যদি ?
কেন ফুল দিয়েছিলে
কেন মন নিয়েছিলে
ভাবছি নিরবধি !
আমি কি করেছি ভুল
বুঝি না তা একচুল
তোমায় ভালবেসে ?
ফোঁটাতে চেয়েছি ফুল
হারিয়েছি দুই কূল
কাঁদছি অবশেষে ।
মন হলো এলোমেলো
সব স্বপ্ন ভেঙ্গে গেলো
মেটেনি কোন সাধ ,
চেয়েছি ভালবাসতে
অযথা হলো ফাঁসতে
প্রেম কি অপরাধ ?
কেন প্রেমে এতো কষ্ট
মন পুড়ে হলো নষ্ট
হিসাব তো মিলেনা ,
দুঃখের অগ্নি জ্বেলে
সে-ই তুমি চলে গেলে
খবরও নিলেনা ।
ফুঁটিয়ে প্রেমের ফুল
কেটে দিলে বৃক্ষ মূল
কপালে নেই সুখ ,
প্রেম পেলামনা বলে
বুক ভাসে আঁখিজলে
ভেঙ্গে গেলো এ-বুক ।
মধু মাখা প্রেমপ্রীতি
হারানো প্রেমের স্মৃতি
কিভাবে ভুলে যাবো ?
যদি প্রেম খাঁটি হয়
আসিবে তুমি নিশ্চয়
তোমায় ফিরে পাবো ।
বুক বাধি সে আশায়
তোমার ভালবাসায় ধন্য হবে জীবন ,
এ বুকে ফিরে আসবে
আমাকে ভালবাসবে
আগের ই মতন ।
স্মৃতি নিয়ে আছি বেঁচে
ভালবাসো ফিরে এসে
ওগো প্রিয় আমার , আমার হৃদয় মাঝে
প্রেমের সানাই বাজে
মধুর ঝংকার ।
আমিতো যাইনি ভুলে
রয়েছো হৃদয় মূলে
থাকবে আজীবন ,
ভালবেসে প্রাণ খুলে
কেন তুমি গেলে ভুলে
কি ভুলের কারণ ?
প্রিয় তোমায় বিহনে
শান্তি নাই এই মনে
জীবন অন্ধকার ,
তুমি আমায় এভাবে
সত্যিই যে ভুল যাবে
ভাবিনি একবার ।
ছলনায় কাছে এসে
অনাবিল ভালবেসে
কেড়ে নিয়েছো মন ,
সেই স্মৃতি ভুলে গিয়ে
আরেক সাথীকে নিয়ে
কাটাও সারাক্ষণ ।
ভাসিয়ে চোঁখের জলে
কেন তুমি গেলে চলে
ফিরেও তাকালে না ,
কেন দিলে মিছে আশা
প্রশ্নবিদ্ধ ভালবাসা
কি দোষে আগালেনা ?
এস.আই.জনি বলে
কেন তুমি গেলে চলে
কিসের সে প্রব্লেম ?
ব্যাথা পেয়ে নিজ মনে
কাঁদি একা নিরজনে
প্রশ্নবিদ্ধ এ প্রেম ।