বোদা উপজেলায় ৯৫ টি পুজা মন্ডবে শারদীয় র্দূগা পুঁজা উৎসব উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ১:৫৯ অপরাহ্ণ / ২৮৮
বোদা উপজেলায় ৯৫ টি পুজা মন্ডবে শারদীয় র্দূগা পুঁজা উৎসব উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাজহারুল ইসলাম পঞ্চগড়  প্রতিনিধিঃ-বোদা উপজেলায় শারদীয় দূর্গা পূঁজা/২০২২ইং উপলক্ষে গতকাল বোদা উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি,বক্তব্য রাখেন বোদা পৌর মেয়র ও আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জান সুজা, সহ সসভাপতি মনিরুল কাদের বোদা উপজেলা আওয়ামীগ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন এবং বোদা থানার অফিসার্স ইনচার্চ সুজয় কুমার প্রমুখ।

     এবছর বোদা উপজেলায় পোর সভা সহ ১০টি ইউনিয়নে ৯৫টি পুজা মন্ডবে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি চলছে।আগামী ১ – ৫ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব জাকজমকভাবে অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন পুজা মন্ডব ঘুরে এসে জানা গেছে,ইতিমধ্যে প্রতিমা তৈরীর কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যাস্ত সময় পার করছেন।

                                 দূর্গা পূঁজা/২০২২ইং উপলক্ষে গতকাল বোদা উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়