ডিজেলের দাম কমল লিটারে ৫ টাকা


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২২, ৫:০৯ অপরাহ্ণ / ৩৫৬
ডিজেলের দাম কমল লিটারে ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: দাম বাড়ানোর ২৩ দিনের মাথায় জ্বালানি তেলের দাম কমাল সরকার। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। এতে ভোক্তারা তেমন সুফল পাবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর কমানো হয়েছে মাত্র ৫

আজ সোমবার রাতে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি রাত ১২টার পর থেকে কার্যকর হচ্ছে। এ হিসাবে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকার বদলে বিক্রি হবে ১০৯ টাকায়। আর ১৩০ টাকার বদলে ১২৫ টাকায় বিক্রি হবে প্রতি লিটার পেট্রল। ১৩৫ টাকা থেকে কমে অকটেনের লিটারপ্রতি নতুন দাম ১৩০ টাকা।