চকবাজার রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৭:৫১ পূর্বাহ্ণ / ২৮
চকবাজার রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধঃ
রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের  তিন ঘণ্টার চেষ্টায় শনিবার (২৩ মার্চ) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আইনের চোখকে এসব তথ্য জানান। তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে রাত ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায় আগুন লাগার সাথে সাথে ভবনটির ভেতরে থাকা সমস্ত শ্রমিক বাইরে আসার কারণে কোন হতাহত বা প্রাণ নাসের ঘটনা  ঘটেনি তবে ক্ষয়ক্ষতির সম্পর্কে তদন্তব্য পরে জানা যাবে জানা যাবে।

ভবনটির মালিক ছিলেন সাবেক কাউন্সিলর বাংলাদেশ আওয়ামী লীগ।

এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।