৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করবে জাপা


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৭:০১ অপরাহ্ণ / ৫৬
৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করবে জাপা

নিজস্ব প্রতিবেদক:- আগামী ৬ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি (জাপা)। ওইদিন বেলা ১১টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে সভা করবে জাপা।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় তিনি সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) জাপার দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি প্রতি বছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে।

ওইদিন গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার ক্ষমতা ছাড়ার ওইদিনকে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। আর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে দিনটি পালন করে আসছে এরশাদের দল জাতীয় পার্টি।

দিবসটি উপলক্ষে ৬ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে।