৬ জনকে সাজা, ৫ জন আটক,জাল ভোট গোলযোগের ও বৃষ্টি


প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ৬:২৩ পূর্বাহ্ণ / ৪০০
৬ জনকে সাজা, ৫ জন আটক,জাল ভোট গোলযোগের ও বৃষ্টি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।

কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,

ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। সারিতে দাঁড়ানো শত শত নারী ভোটার। ভোটারদের সেই সারি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে বাজার পর্যন্ত। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। শুরু হয় ভোটারদের ছোটাছুটি। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই ঠায় দাঁড়িয়ে থাকেন লাইনে। এমন ভোগান্তি দেখা গেল কুমিল্লা সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের থিরাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তপন কুমার দাস বলেন, এটি নারীদের কেন্দ্র। ভোটার উপস্থিতি অনেক। হঠাৎ বৃষ্টি আসায় ঝামেলায় পড়েছেন ভোটাররা।