২/১ দিনের মধ্যে বৃষ্টি,জেঁকে বসবে শীত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ / ৮৯
২/১ দিনের মধ্যে বৃষ্টি,জেঁকে বসবে শীত

নিজস্ব প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় শীত বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ জেলায় আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দু–এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারা দেশে শীত জেঁকে বসবে।

দেশের নঁওগা ও পঞ্চগড়ের তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াস। আর দিনাজপুর ও নীলফামারীর তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত বাড়তে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আইনের চোখকে  বলেন, গত কয়েক দিনে শীত কিছুটা বেড়েছে। কাল রোববার থেকে আবারও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।