হলো না বাড়ি ফেরা, গেল প্রাণ


প্রকাশের সময় : জানুয়ারি ৫, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ / ৭৭
হলো না বাড়ি ফেরা, গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক :- টাঙ্গাইল: ঢাকা বিমানবন্দরে ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত ছিলেন ছানোয়ার হোসেন (৩৫)। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে সকালে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি।

কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়কে ঝরে গেল তার প্রাণ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পাকুটিয়া বাসস্ট্যান্ডে পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ যায় তার।

ছানোয়ারের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামে। তার বাবার নাম শহিদুর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো ছিল। সে ট্রাক মোটরসাইকেল চালক ওভারটেকিং করতে যান। এরই মধ্যে দ্রুতগতির অপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। চালক গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।