সাবেক এমপিদের পেনশন চালুর পরিকল্পনা সরকারের নেই: মন্ত্রী


প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ / ৫৭
সাবেক এমপিদের পেনশন চালুর পরিকল্পনা সরকারের নেই: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :- ঢাকা: সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা এখন নেই বলে জানিয়েছেন সংসদবিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রশ্নের উত্তরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।

তিনি বলেন, ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কি না পরীক্ষা-নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।