সঞ্চয় ও কৃচ্ছ্রতা সাধন করতে হবে: প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ / ১২০
সঞ্চয় ও কৃচ্ছ্রতা সাধন করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:- ২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে— আন্তর্জাতিক সংস্থাগুলোর এমন উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিজেদের ভূমিকায় নিজেদের খাদ্য উৎপাদন করে নিজেদের সঞ্চয় করে এবং কৃচ্ছ্রতা সাধন করে চলতে হবে। আমরা আশা করি সবাই সেভাবে চলবেন।

বৃহস্পতিবার সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেড ও মেকানাইজড ইউনিটগুলোর পতাকা উত্তোলন অনুষ্ঠানে সরকারপ্রধানের এ আহ্বান আসে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নত দেশগুলোতে শুরু হওয়া মন্দার আঁচ যে বাংলাদেশেও লেগেছে, সে কথা এ অনুষ্ঠানেও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, সেখানে খাদ্য মন্দা দেখা দিচ্ছে। সেভাবে বাংলাদেশেও একই অবস্থা। তার আঘাত বাংলাদেশেও এসে পড়েছে। তার পরও আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের এখন থেকে নিজেদের অত্যন্ত সচেতন থাকতে হবে।

দেশের যে উন্নয়ন, অগ্রযাত্রা, সেটি অব্যাহত থাকবে বলেও অনুষ্ঠানে জানান শেখ হাসিনা।

বলেন, এই মাতৃভূমিকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন বিশ্বের কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে।

সাভার সেনানিবাসের সিএমপিসিঅ্যান্ডএস প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।