ভয়াবহ আগুন গাউছিয়া মার্কেটে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ৭:৪০ পূর্বাহ্ণ / ৪১
ভয়াবহ আগুন গাউছিয়া মার্কেটে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জঃ দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নারায়ণগঞ্জের আড়াইহাজারের গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

শনিবার (২৩ মার্চ) দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।

তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে কাজ করছে।

দোকানে আব্দুল মতিন দৈনিক আইনের চোখকে জানায় তাদের স্বপ্ন পুড়ে ছাই। ঈদ সামনে প্রত্যেকটা দোকানে নিয়মিত মালের পাশাপাশি বাড়তি মাল তোলা হয়েছিল। কিভাবে দিবে তারা কর্মচারীর বেতন বোনাস কিভাবে কাটবে তাদের ঈদ কিভাবে তারা লোনের টাকা পরিষদ  করবেন। এভাবে কয়েকজন ভুক্তভোগী দোকানদার আহাজারি করতে দেখা যায়।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাছে প্রশ্ন করা হলে তিনি দৈনিক আইনের চোখে জানান এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আমাদের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ক্ষয়ক্ষতি বা প্রাণনাশের কোন তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার

কাছে জানতে চাইলে আইনের চোখে জানান আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তদন্ত করবোক আপনাদের জানিয়ে দেয়া হবে।