বোদায় ৫০জনকে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২২, ২:৪১ অপরাহ্ণ / ৬৯৭
বোদায় ৫০জনকে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান

মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ ওঠো, জাগো, শিক্ষায় গড়ো, বিকশিত ভবিষ্যত এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় উমেন এন্ডিং হাঙ্গার ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থীকে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১০ আগস্ট) বলরামহাট হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস চত্বরে বলরামহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায় এর সভাপতিত্বে বিকশিত নারী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনবাড়ি ইউ’পি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রধান। স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ’পি সদস্যা লাভলী বেগম, বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার আলী, অনিল চন্দ্র শর্মা প্রমুখ। ৫০ জন নারী শিক্ষার্থীর মধ্যে স্কুল পর্যায়ে ২০ জন ও কলেজ পর্যায়ে ৩০ জন শিক্ষাথীকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।