পঞ্চগড়ের বোদা সরকারি পাথরাজ ডিগ্রী কলেজে রোভার আয়োজিত দীক্ষা ও স্কাউট ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ / ১৩৬
পঞ্চগড়ের বোদা সরকারি পাথরাজ ডিগ্রী কলেজে রোভার আয়োজিত দীক্ষা ও স্কাউট ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  • মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ বোদা সরকারি পাথরাজ ডিগ্রী কলেজে রোভার স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
    পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিন ব্যাপি রোভারের বিভিন্ন কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিপুল আয়োজনে আজ ২২ নভেম্বর বুধবার বিকেলে পাথরাজ ডিগ্রী কলেজ চত্বরে বোদা সরকারি পাথরাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়াউল হক জমাদারের সভাপতিত্বে অন্যান্য অতিথিগন উপস্থিত ছিলেন,মোঃ আহসান হাবিব কোষাধক্ষ রোভার পঞ্চগড় জেলা,মোছাম্মদ নারগীজ আরা সিদ্দীকা,আর, এস, এল, আমলাহার, মোছাঃ রুখশানারা আর,এফ,এল,আমলাহার ডিগ্রী কলেজ, প্রফেসার আব্দুল কাদের রোভার ডি,এল,এস,এল, পঞ্চগড় জেলা,প্রফেসার মকবুল হোসেন, যুগ্ন সম্পাদক রোভার পঞ্চগড়,প্রফেসার রুহুল আমিন লিটন, মোবারক আলী,সহকারী অধ্যাপক,রওশনআরা আর,এফ, এল, সহকারি অধ্যাপক পঞ্চগড়,
    প্রদ্বীপ কুমার টিম লিডার, আর,এফ এল, পাথরাজ সরকারি ডিগ্রী কলেজ,সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
    দিনব্যাপী রোভার কার্যক্রম ও রোভার সহচরদের দীক্ষা শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটস এর গুরুত্ব ও যুবক সমাজকে রোভারের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মিক ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়েরও গুরুত্বারোপ করেন।