পঞ্চগড়ের বোদায় হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণে বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ / ১০৩
পঞ্চগড়ের বোদায় হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণে বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে বোদায় হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণে বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের করতোয়া নদীর বোয়ালামারী ঘাটে ভোর থেকে শুরু হয়ে তিনব্যাপী এ গঙ্গা পূণ্যস্নান। বহু বছর ধরে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বোয়ালমারী ঘাটে ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন। এ উপলক্ষে বোয়ালমারী ঘাটে তিনদিন ব্যাপী বারুনী মেলা অনুষ্ঠিত হয়।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এ বারুনী মেলার উদ্বোধন ঘোষণা করেন।