নৌকাডুবি নিহত পরিবারদের মাঝে অর্থিক সাহায্য ও ত্রান বিতরন।


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ / ১৬০
নৌকাডুবি নিহত পরিবারদের মাঝে অর্থিক সাহায্য ও ত্রান বিতরন।

মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ বোদায় মাড়েয়ার আউলিয়া ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবিদের প্রতি পরিবারদের মাঝে ৫৫ হাজার টাকা ও খাদ্য সমগ্রী বিতরন করেন  ত্রান ও  দুর্যোগ মন্ত্রনালয়  ও রেডক্রিসেন্ট সোসাইটি।

গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল  ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল  ইসলাম সুজন,ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান, রংপুর বিভাগীয় উপ পরিচালক ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স মোঃ জসিমউদ্দীন,বোদা উজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,মাড়েয়া  ইউপি পরিষদের চেয়ারম্যান আবু আনসার মোঃ শামিম, বোদা উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোলেমান আলী, বোদা থানা ইনচার্চ সুজোয় কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ।

 উল্লেখ,নৌকা ডুবির আজ ৫ম দিনে সর্বমোট ৬৯ জন মৃতের লাশ উদ্ধার করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন লাশের খবর পাওয়া যায়নি।
এই সেই ৩০ ফুট ইঞ্জিন চালিত মানুষ খেঁকো নৌকাটি। সেদিন ৬৯ জন শিশু নারী ও পুরষদের নিয়ে পনির নীচে তলিয়ে যায়।
এই সেই নৌকা যেই নৌকা কেড়ে নিল ৬৭ প্রাণ
এই সেই নৌকা যেই নৌকা কেড়ে নিল ৬৭ প্রাণ

 

ছবিতে নৌকাটি দেখা যাচ্ছে।