নুরানি পদ্ধতিতে কুরআন শিক্ষায় সাফল্যের শীর্ষে বড়দিয়া খাদেমূল ইসলাম মাদ্রাসা।


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ / ৭২
নুরানি পদ্ধতিতে কুরআন শিক্ষায় সাফল্যের শীর্ষে বড়দিয়া খাদেমূল ইসলাম মাদ্রাসা।

 

মোঃ জিহাদুল ইসলাম, খুলনা ব্যুরো

নুরানি পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষায় সাফল্যের শীর্ষে নড়াইলের বড়দিয়া খাদেমূল ইসলাম মাদ্রাসা। অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার ৬/৭ বছর বয়সী অনেক শিশু শিক্ষার্থী আজ সহিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২০ (ডিসেম্বর) দুপুর ১২ টায় অত্র মাদ্রাসার আয়োজনে ও কালিয়া উপজেলার মুলখানার হুজুর হযরত মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ২০ জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরিফ ধরানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাঐসোনা শামসুল উলুম মাদ্রাসার মোহতামেম মওলানা আব্দুল আজিজ, বড়দিয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি রেজাউল করিম, আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমগনসহ অভিভাবকবৃন্দ। পরিশেষে দোয়া ও তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি।
উল্লেখ্য যে, ১৯৮৩ সালে অত্র মাদ্রাসাটি ঐতিহ্যবাহী বড়দিয়ার লোহাগড়ার ভূখন্ডে প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে প্রায় ১৫ বছর পূর্বে মাদ্রাসাটি নদী গর্ভে বিলিন হলে এলাকার ধর্মপ্রান মুসলমানদের প্রচেষ্টায় কালিয়া উপজেলার চোরখালী মৌজায় নতুন আঙ্গীকে যাত্রা শুরু করে। দীনী শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার ভূমিকা অপরীসীম।