জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলে আগুন


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / ১৩৩
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলে আগুন

প্রতিনিধি জয়পুরহাট:- জয়পুরহাটের কালাই উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে অমূল্য চন্দ্র প্রামাণিক নামের এক ব্যক্তির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুসুমসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অমূল্য চন্দ্র প্রামাণিক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমানের অনুসারী। তিনি উপজেলার কুসুমসাড়াগ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক ব্যক্তির নাম প্রসেনজিত মহন্ত (৩৫)। তিনি মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত তালুকদারের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় অমূল্য চন্দ্র প্রামাণিকের পরিবারের সদস্যরা সবাই পূজা করতে মন্দিরে চলে যান। ওই দিন সন্ধ্যায় অমূল্য চন্দ্র প্রামাণিক জয়পুরহাট শহর থেকে ফিরে তাঁর বাড়ির উঠানে মোটরসাইকেলটি রাখেন। এরপর তিনি বাড়ির মূল ফটকে তালা দিয়ে শিবমন্দিরে পূজা করতে চলে যান।

রাত সাড়ে আটটার দিকে তাঁর প্রতিবেশীরা বাড়ির ভেতর ধোঁয়া বের হতে দেখে অমূল্যকে খবর দেন। পরে অমূল্যর পরিবারের লোকজন দ্রুত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে হয়তো ঘটনাটি ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং থাকার কথা নয়।

মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত তালুকদার বলেন, ‘মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। এখানে রাজনৈতিক গ্রুপিংয়ের কোনো সংশ্লষ্টতা নেই। কোনো কিছু ঘটলে রাজনীতিক গ্রুপিং সামনে আনা হয়। এটা ঠিক নয়। ব্যক্তিগত শত্রুতায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন  বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে রাতেই প্রসেনজিত মহন্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও প্রসেনজিতের বিরুদ্ধে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।