গাজীপুরের সাব রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ / ৭৫
গাজীপুরের সাব রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:–  জমির শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সদরের সাব রেজিস্ট্রার মনিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ ডিসেম্বর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী মো. মোশারফ হোসেন, গাজীপুর সদরের বাসিন্দা মো. বাবুল চৌধুরী ও মো. হারুন সরকার।

জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সাক্ষ্য ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে দুদক পরিতুষ্ট হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং মামলা, ২০০৭ এর নির্দিষ্ট ১৫ এর উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।