ইসলামপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারির কার্যক্রম পরিদর্শন


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ / ৩৫
ইসলামপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারির কার্যক্রম পরিদর্শন

শরিফ মিয়া,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারির জেসমিন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন।

ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশস্ত্র অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারি ডেবিট ট্যাঙ্গ ও প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল।

সোমবার (১৮মার্চ) বিকালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে অনুষ্ঠিত চেঞ্জ মেকার পরিবারের সভা, ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় ও নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা
পরিদর্শন করেন।

এসময় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রিসোর্স ডেভেলপমেন্ট রাহুল ম্যাথিউ, প্লেন ল্যান্ড ক্লাস্টার এর ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন জেনি এম ডি ক্রুজ, জেসমিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জি, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজয় কুমার দেবসহ আরো অনেকে।

উক্ত সভার মাধ্যমে জেসমিন প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম পর্যালোচনা করেন। কার্যক্রম পরিদর্শনকালে মেন কেয়ার দম্পতি, ধর্মীয় নেতা ও নারী উদ্যোক্তাদের সাথে আলোচনা করে উপকারভোগীদের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী ও শিশু সুরক্ষা, নারী পুরুষের সমতাভিত্তিক সম্পর্ক উন্নয়ন, পারিবারিক পর্যায়ে পুষ্টি উন্নয়ন, বাজার ব্যবস্থাপনায় নারীর প্রবেশাধীকার এবং উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের লাভজনক উৎপাদনের অবস্থা পর্যালোচনা করেন এবং কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।