ArabicBengaliEnglishHindi

সেই বেড়ার বাইরে আমরা যেতে পারতাম না: তথ্যমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৬:০২ অপরাহ্ণ / ১৫
সেই বেড়ার বাইরে আমরা যেতে পারতাম না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:-  বিএনপির শাসনামলের দুঃস্মৃতি স্মরণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের কোনো সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদের দলীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া থাকত। সেই বেড়ার বাইরে আমরা যেতে পারতাম না।’

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা বিএনপিকে দমন করার নীতি অবলম্বন করিনি। তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছি।

বিএনপি ক্ষমতায় থাকাকালে জনসভায় হামলা তাদের সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের সমাবেশে গ্রেনেড হামলা বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। শেখ হেলাল উদ্দিনের জনসভায় হামলা চালিয়ে বেশ কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছিল। আহসানউল্লাহ মাস্টারের জনসভায়, সুরঞ্জিত সেনগুপ্তের জনসভাসহ আমাদের একাধিক সভা–সমাবেশের ওপর বারবার তারা হামলা করেছে। ওরা বোমা হামলা চালিয়েছে, গ্রেনেড হামলা চালিয়েছে।’

%d bloggers like this: