ArabicBengaliEnglishHindi

সড়ক পার হওয়ার সময় নারী নিহত, কোল থেকে ছিটকে পড়ল শিশু


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ / ২১
সড়ক পার হওয়ার সময় নারী নিহত, কোল থেকে ছিটকে পড়ল শিশু
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কোল থেকে ছিটকে পড়ে শিশু আহত হয়েছে।
ইসিবি চত্বরে শুক্রবার সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া নারীর নাম কুলসুম বেগম (৫৫)। তারবাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তিনি ঢাকার কোথায় থাকেন, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।
ওসি শাহান হক বলেন, পাঁচ থেকে ছয় বছরের এক শিশুকে নিয়ে ইসিবি চত্বর এলাকায় সড়ক পার হচ্ছিলেন কুলসুম বেগম। সেই সময় বসুমতী পরিবহণের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সেই সঙ্গে শিশুটি সড়কে ছিটকে পড়ে আহত হয়।
শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
%d bloggers like this: