সড়ক দুর্ঘটনা যেন কমছেই না।


প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৪:২৪ পূর্বাহ্ণ / ৩৬৯
সড়ক দুর্ঘটনা যেন কমছেই না।
আজ দুপুর ২ ঘটিকার সময় রংপুর শাপলা চত্ত্বরে
বেপরোয়া ভাবে একটি অটোরিকশা লালমনিরহাটের কাকিনা এলাকার বাসিন্দা নাম না জানা আনুমানিক  ৪৭ বছর বয়স, রাস্তা পার হওয়ার সময় সামনাসামনি মেরে দিয়েছে।  অটো চালক পালিয়েছেন,
লোকটি পারিবারিক  কাজে রংপুর এসেছিলো। লোকটিকে স্থানীয় লোকজন  রংপুর মেডিকেল কলেজে সুচিকিৎসার জন্য ভর্তি করেছেন।
রিপোর্টঃ রাশেদুল ইসলাম রংপুর সদর।