শারদীয় দুর্গোৎসব উদযাপন  উপলক্ষে ইউনিয়নের ( ৮টি) পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক  অনুদান প্রদান করেছেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও অত্র  ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত, বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু । 


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ণ / ৩২
 শারদীয় দুর্গোৎসব উদযাপন  উপলক্ষে ইউনিয়নের ( ৮টি) পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক  অনুদান প্রদান করেছেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও অত্র  ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত, বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু । 
(২২ অক্টোবর) রবিবার সন্ধ্যায় তিনি এই পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে  তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি  অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে  তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন  বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে এই স্বাধীন দেশে  যার যার ধর্ম স্বাধীনভাবে  পালন  করার  সকলের অধিকার রয়েছে। তাইতো প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয়   শুভেচ্ছা জানিয়ে সবাইকে নির্ভয়ে উৎসব মুখর   পরিবেশে পূজা  উদযাপনের আহ্বান জানান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ , থানা আওয়ামী লীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ,
সহ আওয়ামী লীগের  বিভিন্ন অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।