লোহাগড়ায় নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,খেলার মাঠ মেম্বারের দখলে।


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ / ১১
লোহাগড়ায় নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন,খেলার মাঠ মেম্বারের দখলে।

বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্ৰামের খেলার মাঠ মেম্বার রওশন কাজী দখল করে নিয়ে তৈরি করেছে বালুর বেড ।

এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়,
মেম্বার রওশন কাজী অবৈধ ভাবে নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলনের কাজ করছে। অবৈধ বালু উত্তোলন সম্পর্কে মেম্বার রওশন কাজীর সাথে কথা হলে তিনি বলেন, জেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়েছি স্কুল মাঠ ও ফুটবল খেলার মাঠ সংস্কার করার জন্য।

আমি নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলন করে ২ টি মাঠের কাজ করছি। এ কাজের অনেক টাকা অফিসে দিতে হচ্ছে আর টাকা দিয়ে বালু কিনে ভরাট করে কিছু থাকে না অনেকেই নদী থেকে বালু উত্তালন করতেছে আমিও করতেছি।

আর নদী খননের কাজ তো সরকার করছে, কাজেই আমি ও স্কুল এবং ফুটবল খেলার মাঠ সংস্কারের জন্য নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলন করছি তো সরকারের কোন ক্ষতি
হচ্ছে না, বরং সরকারের লাভ ই হচ্ছে।

ফুটবল খেলার মাঠের একপাশ দখন করে বালু রাখার বেড তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে আমি বালু রেখে মেপে ড্রেজার মালিক কে টাকা পরিশোধ করার জন্য বালুর বেড তৈরি করেছি, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেন মেম্বার রওশন কাজী তো অবৈধ ভাবে বালু উত্তোলন করছে,তাছাড়া ও যুবকদের ফুটবল খেলা কে বন্ধ করে দিয়ে মেম্বার ক্ষমতা বলে পানিউন্নয়ন বোর্ডের পার্মিশন ছাড়া অবৈধ বালু উত্তোলন করতেছে।

  • আমরা ইউএনও মহোদয় ও পানিউন্নয়ন বোর্ড কে বিষয়টি লিখিত ভাবে জানাবো।
    উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান এর কাছে বালু উত্তোলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেম্বার রওশন কাজী নদী থেকে বালু উত্তোলন করছে এটা আমার জানা নাই। তবে আমার ইউনিয়নে অবৈধ ভাবে কেউ কিছু করবে এটা আমি করতে দিবোনা।