ArabicBengaliEnglishHindi

যুক্তরাষ্ট্রে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ / ১৩
যুক্তরাষ্ট্রে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ব্রোকেন অ্যারো এলাকার একটি বাড়িতে এ আগুন লাগে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীরা তুলসা শহরতলীর ওই বাড়িতে আগুন লাগার খবর দেন। হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই ওই আগুন লাগানো হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।

ওই বাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকত বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস বলেন, প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনো আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী; নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।

%d bloggers like this: