ArabicBengaliEnglishHindi

মীরপাড়া যুব সমাজের নিজস্ব অর্থায়নে ১ শত কম্বল বিতরন


প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ / ৮০
মীরপাড়া যুব সমাজের নিজস্ব অর্থায়নে ১ শত কম্বল বিতরন
ওয়াসিফ জামান প্রামানিক( পঞ্চগড়) বোদা প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরে পঞ্চগড়ের বোদা উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় সাধারন মানুষের জিবনাবস্থা অচল হয়ে পড়েছে।এই বিরাজমান অবস্থার পেক্ষিতে বোদা মীরপাড়া যুব সমাজের উদ্যোগে গত ৯জানুয়ারী কবিরাজ মোঃ শওকত আলী সভাপিত্বে শিতার্থ মানুষের মাঝে মীরপাড়া যুব সমাজের নিজস্ব অর্থায়নে ১ শত কম্বল বিতরন করেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক বোদা উপজেলা আওয়ামীলীগ ফারুক আলম টবি, বিশেষ। অতিথী  হিসেবে উস্থিত ছিলেন ৭ ননং চন্দন বাড়ী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান,অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,দৈনিক চিত্র পত্রিকার প্রতিনিধি শাহাজাহান কবীর প্রধান ও অন্যন্য স্থানীয় গনমান্য ব্যাক্তি বর্গ।
%d bloggers like this: