বাগেরহাটের রামপাল থেকে হরিনের মাংস উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ / ২১
বাগেরহাটের রামপাল থেকে হরিনের মাংস উদ্ধার
সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালের গিলাতলা বাজারের ব্যাংক এর মোড় এলাকা থেকে সাড়ে ছয় কেজি হরিনের মাংস ও মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে রামপাল থানা পুলিশের একটি দল। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর সোমবার ভোর ৪ টার দিকে রামপাল উপজেলার গিলাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা কালে মোংলার সোনাইলতলা এলাকার শওকত সরদার এবং বৃ-চাকশ্রী এলাকার হেকমতআলীকে সিমেন্টের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্হায় সাড়ে ছয় কেজি হরিনের মাংস ও একটি ইমা HS-100 PLUS মোটরসাইকেল সহ আটক করে।
পরে পুলিশের এস আই নিকুঞ্জ রায় বাদী হয়ে বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে  সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে হরিণ হত্যা করা ও হরিণের মাংস বিক্রয়ের বহন ও সহায়তা করার অপরাধে মামলা দায়ের করে।আটকৃতদেরকে ১৮ সেপ্টেম্বর আদালতে প্রেরন করা হয়েছে।।