পঞ্চগড়ের দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রে শুভ উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ /
১১৯


মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরে পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র শুভ উদ্বোধন করেন আজ শনিবার বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সরকারী মিলনায়তন চত্বরে অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোদন করেন।এ নিলাম কেন্দ্র কার্যক্রম শুরু হলে চায়ের পরিবহন করচ কমবে এবং ক্ষুত্র চা চাষীরা উৎপাদিত কাঁচা চা পাতার ন্যায্যমুল্য পাবেন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খোলে যাবে এবং বেকারত্ব কমবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে ৪ নভেম্বর চা নিলাম কেন্দ্রের ঘোষনা দিয়েছিলেন। উত্তারাঞ্চলের ৫ জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী লালমনির হাটের সমতল ভুমিতে ১ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে।যা এর আগের মোসুমে চেয়ে ৩২ লাখ ১৯ হাজার কেজি বেশী হয়েছে।ওই মোসুমে সারা দেশে মোট ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে।পঞ্চগড় চা চাষ শুরু হয় ২০০০ সালে এরপর লালমনির হাট ও ঠাকুগাঁও এবং দিনাজপুর ও নীলফামারিতে চা চাষ শুরু হয়।এই ৫ জেলায় নিমন্ধিত ৯ টি এবং অনিবন্ধনকৃত ২১টি বড় চা বাগান ২৫ একরের উপরে রয়েছে।সব মিলিয়ে প্রায় ১২ হাজার ৭৯ একর জমিতে চাষ হচ্ছে।ক্ষুদ্র চা চাষী রয়েছে আট হাজেরেও অধিক।পঞ্চগড় চা চাষী অধিকার বাস্তবায়ন সমিতির সভাপতি সাহেদ আলী বলেন, আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর আজ চা নিলাম কেন্ত্রের শুভ উৎদ্বোধন ঘোষনা করা হলো। বানিজ্য মন্ত্রী বলেন, চা শিল্পকে বাঁচাতে হলে প্রশাসনকে কঠোর নজরদারী করতে হবে।কোন কারখানা যেন চোরাই পথে চা বিক্রি না হয় তা কঠোর নজর রাখতে হবে।তিনি আরো বলেন, এক সময় পঞ্চগড় জেলা বিস্তীর্ন এলাকা পড়ে ছিল যা এখন সমতল ভুমির চা চাষের জন্য উপযোগী ও পঞ্চগড় এখন চা চাষে এক ধাপ এগিয়ে গেল। পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে চা চাষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল হক প্রধান এমপি, ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাহাদাত সম্রাট প্রমুখ।
আপনার মতামত লিখুন :