নড়াইলের ৪ চোর চুরির মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার।


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ / ২২
নড়াইলের ৪ চোর চুরির মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার।

মো: আজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধি।

লোহাগড়া থানা পুলিশ বুধবার (৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিন রাত ৮ টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার
সিঙ্গা গ্রামের রুহুল আমিন খাঁর ছেলে চঞ্চল খাঁ (২৭), মোচড়া গ্রামের মৃত- গোলাম সরোয়ারের ছেলে আবু তাহের (২৯), ঘাঘা গ্রামের মৃত ওমর তালুকদারেরর ছেলে পাবেল তালুকদার (৩৯) এবং মৃত আকু শেখের ছেলে আজিজুর শেখ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের মো. ওলিয়ার রহমান এর নিজের ধানি জমিতে সেচ দেওয়া যন্ত্রটি চুরি হয়।

পরবর্তীতে এঘটনায় থানায় চুরির মামলা হয়। বুধবার (৮ নভেম্বর) ভোর রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ চোরকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১টি টিউবয়েলসহ অটো পাম্প, ১টি ওয়াটার পাম্প, ১টি লোহার তৈরি মোটা এ্যাঙ্গেল, ২টি সেলাই রেঞ্জ, ২টি লোহার রড, ১টি তালা ভাঙ্গা কাটার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এদিকে স্হানীয় সূত্রে জানা যায় চঞ্চল সে এলাকার নাম করা চোর নামে নামে একাধিক চোরাই মামলা আছে বলে জানান তারা।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মো: আজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধি।

মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০.