নন্দীগ্রামে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ / ১৫
নন্দীগ্রামে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ– বগুড়ার নন্দীগ্রামে, উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার উন্নয়ন মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই সেপ্টেম্বার) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে তিন দিনব্যাপী স্থানীর সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় প্রমুখ।