বিশেষ প্রতিবেদন; ঢাকা
২৮( অক্টোবর) দুপুর ২:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাসের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জননেতা টিপু বিশ্বাস বলেন, দেশ গভীর সংকটে সংকট নিরসনে অবিলম্বে ভোট ডাকাতির সরকার ফ্যাসিবাদী হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দিয়ে গণঅভ্যুত্থানে গড়ে ওঠা শক্তির হাতে ক্ষমতা অর্পনের আহ্বান জানান।
কমরেড টিপু বিশ্বাস বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ ও ফিপিক্ষিনে ইসরাইলী হামলায় টন-টন বোমা বর্ষন করা হচ্ছে। এই দুই জায়গারই বিপরীতে রয়েছে আমেরিকান সাম্রাজ্যবাদ। দুই জায়গাতেই নারী-শিশুসহ অনেক নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এই সভা থেকে যুদ্ধ বন্ধ করার তাগিদ দিচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী-রাজধানী, জেলা-উপজেলায় লাগাতার গণসমাবেশ, বিক্ষোভ-অবরোধ, অবস্থান ধর্মঘট, প্রয়োজনে হরতাল সহ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থান পরিণত করার জন্য জনগণ ও কর্মীদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানান।
অতিথি বক্তা জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন এই অবৈধ ফ্যাসিষ্ট সরকারকে নির্বাচন করতে দেওয়া হবে না। হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে হবে, উচ্ছেদ করা হবে।
আপনার মতামত লিখুন :