দীর্ঘ নয় বছর পর হাসপাতালে অপারেশন চালু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ / ৩৪
দীর্ঘ নয় বছর পর  হাসপাতালে  অপারেশন চালু

 

আমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি,পঞ্চগড়ঃ

 দীর্ঘ নয় বছর পর বন্ধ থাকা পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হাসান সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও নার্সগণ প্রমুখ

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বোদা হাসপাতালের অপারেশন থিয়েটারে বোদা উপজেলার নগরকুমারীর ফাহাত বীন হাবীব এর স্ত্রী তোমাইয়ার প্রথম অস্ত্রোপচার করা হয়। এতে ওই প্রসূতি এক কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কর্মকর্তা লুৎফুল কবির বলেন, হাসপাতালে এ প্রথম অস্ত্রোপচার হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছে।

জানা গেছে, ৩১ শয্যা বিশিষ্ট বোদা উপজেলা হাসপাতালটি  ৫০ শয্যায় উন্নীত হয়। ৫০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকে প্রসূতি স্বাস্থ্য সেবায় জনবল সংকট থাকায় সিজারিয়ান অপারেশন চালু ছিল না। গাইনি ডাক্তার থাকলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ থাকে না। আবার অ্যানেস্থেসিয়া থাকলে গাইনি ডাক্তার থাকতো না। সমন্বয়ের অভাবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতদিনে অপারেশন থিয়েটার অচল পড়েছিল। সম্প্রতি এ সংকট সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারটি চালু করে।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি পঞ্চগড়ে যোগদানের পর দেখতে পাই যে সরকারি হাসপাতালে কোন প্রকার অপারেশন করার ব্যবস্থা নাই। এতে করে সাধারণ গরীব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আমার প্রচেষ্টায় জেলার সকল হাসপাতালে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করার উদ্যোগ নিয়েছি। গরীব ও অসহায় মানুষের অপারেশন এখন থেকে সরকারী হাসপাতালেই সম্পন্ন করা হবে বলে তিনি জানান।