ArabicBengaliEnglishHindi

দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর পিতা আর নেই


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ / ১৪
দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর পিতা আর নেই

বিনোদন ডেস্ক :-  দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা মহেষ বাবুর পিতা কৃষ্ণ মারা গেছেন। ভারতের হায়দারাবাদের এক সুপার স্পেশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৫ নভেম্বর) কার্ডিয়ার অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মহেশের বাবাও কৃষ্ণ দক্ষিণী ছবির অভিনেতা ছিলেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। অভিনেতা মহেশ বাবুর বাবা কৃষ্ণকে সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। ‘হিন্দস্তান টাইমস’-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মহেশের পিতা প্রবীণ অভিনেতা কৃষ্ণর আসল নাম ‘ঘট্টমানেনি শিব রাম কৃষ্ণ মূর্তি’। কৃষ্ণ দীর্ঘ অভিনয় জীবনে তিনি ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন ৷ একসময়ে তিনি দক্ষিণী সিনেমার শীর্ষ নায়ক ছিলেন। পরিচালক ও প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন তিনি। ২০০৯ সালে অভিনেতা কৃষ্ণকে ভারত সরকার পদ্ম ভূষণ উপাধিতে ভূষিত করে।

%d bloggers like this: